বিশ্বরেকর্ড গড়ে ১০০ মিটার মিডলে রিলের স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিকে আজ সাঁতারের শেষদিন ছেলেদের ১০০ মিটার মিডলে রিলেতে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতে নিল যুক্তরাষ্ট্র টোকিও একুয়াটিকস সেন্টারে চ্যাম্পিয়ন হওয়ার পথে রেকর্ড মিনিট ২৬.৭৮ সেকেন্ড সময় নেন আমেরিকান সাঁতারুরা

যুক্তরাষ্ট্র রিলে টিমটি ছিল তারকায় ঠাসা টিমের সদস্য কালেব ড্রেসেল, রায়ান মারফি, মাইকেল অ্যান্ড্রু জ্যাখ অ্যাপল তাদের সঙ্গে কেউ পেরে ওঠেনি ইভেন্টে ব্রিটেন রৌপ্য ইতালি ব্রোঞ্জ জয় করে

রায়ান মারফি যুক্তরাষ্ট্রকে লিড এনে দিলেও তা ধরে রাখতে পারেননি সতীর্থ অ্যান্ড্রু যদিও ড্রেসেল লিড পুনরুদ্ধার করেন এবং শেষ সাঁতারু হিসেবে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন অ্যাপল

জয় শেষে অ্যাপল বলেন, দুজন বিশ্বরেকর্ডধারী (মারফি ড্রেসেল) আর দ্রুততম আমেরিকান ব্রেস্টস্ট্রোকার (অ্যান্ড্রু) দলে থাকার পরও জগাখিচুরি পাকানো কঠিনই ছিল আমার কাজটি ছিল আসলে অনেক সহজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন