মাস্টারকার্ডের মুনাফা বেড়েছে ৪৬%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বছরভিত্তিক হিসেবে ৪৬ শতাংশ মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে আন্তর্জাতিক পেমেন্ট সংস্থা মাস্টারকার্ড। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানায় প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে কভিড-পরবর্তী সময়ে ব্যবসা, ভ্রমণ বৈশ্বিক ব্যয় পুনরুদ্ধারের ফলে প্রবৃদ্ধি অর্জন করে মাস্টারকার্ড।

দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২১০ কোটি ডলার। যেটি গত বছরের একই সময় থেকে ৭০ কোটি ডলার ত্রৈমাসিক হিসেবে ১৬ দশমিক শতাংশ বেশি।

সময়ে মাস্টারকার্ডের রাজস্ব আয়ের পরিমাণ বার্ষিক ভিত্তিতে ৩৬ শতাংশ বেড়ে ৪৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর আগে বিশ্লেষকরা ধারণা করেছিল প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৪৩০ কোটি ডলার পর্যন্ত।

নিউইয়র্কভিত্তিক কোম্পানিটি বলেছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মাস্টারকার্ড ব্যবহারীদের ব্যয় বার্ষিক হিসাবের ভিত্তিতে ৩৫ শতাংশ বেড়েছে। লকডাউন-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরায় চালু হওয়ায় ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে। এছাড়া দেশটিতে মাস্টারকার্ডের ডেভিড প্রি-পেইড কার্ডের ব্যবহার ২৬ শতাংশ বেড়ে ২৮ হাজার ৩০০ কোটি ডলার দাঁড়িয়েছে।

এপ্রিল-জুন সময়কালে প্রতিষ্ঠানটি তাদের ৪৬ লাখ শেয়ার ১৭০ কোটি ডলারের বিনিময়ে পুনরায় ক্রয় করেছে। একই সময়ে তারা গ্রাহকদের ৪৩ কোটি ৪০ লাখ ডলার লভ্যাংশ প্রদান করেছে।

চলতি এপ্রিলে মাস্টারকার্ড ৮৫ কোটি ডলারের বিনিময়ে ওয়াশিংটনভিত্তিক ইকাটা অধিগ্রহণ করে। নিজেদের ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশন প্রক্রিয়া আরো উন্নত করার লক্ষ্যে অধিগ্রহণ করে মাস্টারকার্ড। ইকাটা বিশ্বের বিভিন্ন মার্চেন্ট, আর্থিক প্রতিষ্ঠান, ভ্রমণ কোম্পানি, মার্কেটপ্লেস ডিজিটাল কারেন্সি প্লাটফর্মগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে।

মাইকেল মিবাচ বলেন, একটি দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমাদের ব্যবসায়িক কার্যক্রম বিনিয়োগের ক্ষেত্রে আরো বৈচিত্র্য নিয়ে আসব। ইকাটা অধিগ্রহণের মাধ্যমে আমাদের ডিজিটাল আইডেন্টিটি নির্ণায়ক সক্ষমতাকে আরো উন্নত করে গড়ে তুলেছি। এটি আমাদের গ্রাহকদের কাছে একটি ভরসার বার্তা দেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন