বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ১২ দিন পর চালু হলো

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর চালু হলো পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর।শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন। 

জানা যায়, ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে দেশের সাথে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি বাণিজ্য ২৯ জুলাই (সোমবার) থেকে  ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১২ দিন বন্ধ থাকার পর শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে ভারত নেপাল ও ভুটানের সাথে পাথরসহ বিভিন্ন পণ্য এবং কার্যক্রম পুনরায় চালু হয়েছে  । 

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন,স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত,নেপাল ও ভূটানের বিভিন্ন পণ্যগামী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকেও ভারতে ট্রাক প্রবেশ করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন