দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আবারো পদ্মার ভাঙন

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার নং ফেরিঘাটসংলগ্ন মজিদ শেখের পাড়া এলাকায়। গোয়ালন্দ উপজেলার গ্রামটি পুরোপুরি পদ্মায় বিলীন হতে চলেছে। কেবল ওই গ্রামেই নয়, প্রমত্তা পদ্মা এবার হানা দিয়েছে দৌলতদিয়া ফেরি লঞ্চঘাটেও। ঘাট বাঁচাতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। তবে দেরিতে কাজ শুরুর ব্যাপারে শ্রমিক সংকটের দোহাই দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু শেষ রক্ষা হবে কিনা তা না নিয়ে শঙ্কায় আছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, গতকালের ভাঙনে নদীতে বিলীন হয়েছে আবু মেম্বার, সোহেল রানা, মোকছেদ মন্ডলের বসতবাড়ি। এখনো ভাঙন ঝুঁকিতে পুরো মজিদ শেখের গ্রাম, দৌলতদিয়া ফেরিঘাট লঞ্চঘাটসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবু মন্ডল জানান, চলতি মাসের শুরুতে প্রথমবার, মাঝে দ্বিতীয়বার, আর সর্বশেষ গতকাল সকাল ৬টা থেকে ভাঙন শুরু হয় দৌলতদিয়া নং ফেরিঘাট লঞ্চঘাটের মাঝামাঝি এলাকায়।

পানি উন্নয়ন বোর্ড, রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, ঘাট বাঁচাতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন