দর বাড়ার শীর্ষে বারাকা পতেঙ্গা ও জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকার মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে  বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।

সপ্তাহ শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারদর বেড়েছে ৪০ দশমিক ১৩ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৬৩ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৩২ কোটি ৭১ লাখ ২৩ হাজার ২০০ টাকা। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে জিপিএইচ ইস্পাত। গত সপ্তাহে কোম্পানিটির ৩৩ দশমিক ৭৮ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৮২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৩৬ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩৩ দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৮ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১১ কোটি ৭৯ লাখ হাজার ৮০০ টাকা। গত সপ্তাহে ২৯ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারটির ১৫৫ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৩১ কোটি লাখ ৭৮ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারটির ৫৭ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন