ভ্লগারদের জন্য সনির জেডভি ই১০ মিররলেস ক্যামেরা

বণিক বার্তা ডেস্ক

ভ্লগারদের জন্য বাজারে ইন্টারচেঞ্জেবল লেন্স মিররলেস ক্যামেরা নিয়ে এসেছে জাপানের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। তবে এখন শুধু উত্তর আমেরিকায় ক্যামেরা পাওয়া যাবে। ভ্লগারদের প্রয়োজন মাথায় রেখে ক্যামেরায় ঘূর্ণনশীল ডিসপ্লে, কম্পিউটারে সংযোগের মাধ্যমে সহজে লাইভস্ট্রিম করার ফিচার অন্যান্য সুবিধা যুক্ত করা হয়েছে। সনি জেডভি ই১০ আলফা সিরিজের মধ্যে প্রথম ইন্টারচেঞ্জেবল লেন্সের ভ্লগ ক্যামেরা।

সনি জেডভি ই১০ ক্যামেরায় ২৫ মেগাপিক্সেলের এপিএস সি টাইপ এক্সমোর সিমস সেন্সর রয়েছে। যার আসপেক্ট রেশিও :২। ক্যামেরায় এক্সভিওয়াইসিসি স্ট্যান্ডার্ড কালার স্পেসের পাশাপাশি ট্রিলুমিনাস কালার ফিচার রয়েছে।

সনির মিররলেস ক্যামেরায় দুটি এসডি কার্ড স্লট রয়েছে। যেখানে বিভিন্ন ফরম্যাটের মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। সনি জেডভি ই১০ হাইব্রিড অটো ফোকাস (এএফ) একাধিক ফোকাস এরিয়াসহ ডিরেক্ট ম্যানুয়াল ফোকাস (ডিএমএফ) ফিচার রয়েছে।

ফিচারের দিক থেকে জেডভি ই১০ ক্যামেরায় ওয়ান টাচ ব্যাকগ্রাউন্ড ব্লারিং, স্লো মোশন ভিডিওর জন্য এসঅ্যান্ডকিউ মুড, ৬০ গুণ দ্রুতগতিতে ভিডিও ধারণের জন্য কুইক মোশন মুড, কুইক ফোকাস শিফটিং পারিপার্শ্বিক অবস্থানের ভিত্তিতে মুখে উজ্জ্বলতা নির্ধারণে ফেস প্রায়োরিটি অটো এক্সপোজার রয়েছে।

ক্যামেরার মাধ্যমে ৩৮৪০দ্ধ২১৬০ পিক্সেলে ৩০পি, ২৫পি অথবা ২৪পি ফোরকে ভিডিও, ফুল এইচডিতে ১৯২০দ্ধ১০৮০ পিক্সেলে ১২০পি, ৬০পি, ৩০পি, ২৫পি ২৪পি ফরম্যাটে ভিডিও ধারণে সক্ষম। ক্যামেরায় অটো, ডেলাইট, শেড, ক্লাউডি, ইনক্যানডেসসেন্ট, ফ্লোরাসেন্টসহ আরো বেশকিছু হোয়াইট ব্যালান্স মুড রয়েছে। স্থিরচিত্র ভিডিওর জন্য ক্যামেরায় ১০০ থেকে ৩২ হাজার পর্যন্ত আইএসও রেঞ্জ রয়েছে।

সনি জেডভি ই১০- ইঞ্চির টিএফটি টাচ ডিসপ্লে রয়েছে, যেটিকে প্রয়োজনমতো যেকোনো দিকে ঘুরিয়ে নেয়া যাবে। ক্যামেরায় ব্লুটথ ভার্সন . একটি দশমিক মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। এর ওজন ৩৪৩ গ্রাম।

বাজারে সাদা কালো দুই রঙে ক্যামেরাটি পাওয়া যাবে। ১৬-৫০ মিলিমিটার এফ .-. ওএসএস পাওয়ার জুম লেন্সসহ ক্যামেরাটি ৬৮ থেকে ৮০ হাজার টাকার মধ্যে কেনা যাবে। গ্যাজেটস ৩৬০ ডিগ্রি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন