ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত উইন্ডোজ ১১ বেটা সংস্করণ

বণিক বার্তা ডেস্ক

মাইক্রোসফট তাদের ইনসাইডার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণ উন্মুক্ত করে দিয়েছে। প্রায় মাসখানেক আগে ডেভেলপার প্রিভিউ উন্মুক্তের পর এবার সাধারণ ব্যবহারকারীরা তা চেখে দেখার সুযোগ পাচ্ছে। খবর দ্য ভার্জ।

ইনটেলের সপ্তম প্রজন্ম আর এএমডি জেন সিপিইউ- উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণের কার্যকারিতার ওপর নজর রাখা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

বেটা সংস্করণ চালাতে হলে এর জন্য উপযোগী কম্পিউটার প্রয়োজন হবে। সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ইনসাইডার প্রোগ্রামের সিস্টেম রিকোয়ারমেন্ট পেজে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ডেভেলপার প্রিভিউর তুলনায় বেটা সংস্করণে বাগের সংখ্যা কম বলে জানিয়েছে দ্য ভার্জ।

সংস্করণকে স্থিতিশীল বলা হলেও দিন শেষে এটি বেটা সংস্করণ এবং বাগ, হুটহাট ক্র্যাশ, কিছু ফিচারের অনুপস্থিতির মতো জটিলতাও এতে থাকতে পারে। এজন্য বেটা সংস্করণ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ প্রযুক্তি সংশ্লিষ্টদের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন