ঊর্ধ্বমুখী ধারায় নিউজিল্যান্ডের কয়লা আমদানি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর নিউজিল্যান্ডের কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বলে প্রত্যাশা করছেন বাজারসংশ্লিষ্টরা। গত বছর দেশটির প্রধান কয়লা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো ১৪ বছরের মধ্যে সর্বাধিক কয়লা আমদানি করেছিল। দেশটির সরকারসংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছরও আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে।

নিউজিল্যান্ড আমদানীকৃত বেশির ভাগ কয়লাই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে থাকে। গত বছর দেশীয় বিদ্যুৎ খাতে চাহিদা মেটাতে নিউজিল্যান্ড ১০ লাখ টন কয়লা আমদানি করেছিল। চলতি বছর গত বছরের চেয়ে অতিরিক্ত আরো দেড় লাখ টন কয়লা আমদানি করা হবে। গত বছরের তুলনায় আমদানি ১৪ শতাংশ বাড়বে।

চলতি বছরের প্রথম তিন মাসে নিউজিল্যান্ডে উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশই এসেছে কয়লা থেকে। পাঁচ বছর আগেও একই সময়ে উৎপাদিত বিদ্যুতের মাত্র শতাংশ এসেছিল কয়লা থেকে। নিউজিল্যান্ডের বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস জলবিদ্যুৎ। ২০১৯ সালে দেশটিতে সরবরাহকৃত বিদ্যুতের ৫৮ শতাংশই এসেছে জলবিদ্যুৎ থেকে। তবে বর্তমানে পানি সংকটের কারণে দেশটির জলবিদ্যুৎ উৎপাদন কমছে। বিকল্প হিসেবে দেশটি কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ বাড়াচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকটও বিদ্যুৎ খাতে কয়লার চাহিদা বৃদ্ধি করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমেছে ১১ শতাংশ।

নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০২০ সালে নিউজিল্যান্ড ১০ লাখ টনেরও বেশি কয়লা আমদানি করেছিল। ওই বছর বিদ্যুৎ খাতেই ব্যবহার হয়েছিল প্রায় আট লাখ টন কয়লা। চলতি বছরের প্রথম প্রান্তিকে নিউজিল্যান্ড লাখ ৯৯ হাজার ৩০০ টন কয়লা আমদানি করেছে। সময় বিদ্যুৎ খাতে ব্যবহার করা হয়েছে লাখ ২৭ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন