পরিশোধিত ইস্পাতের মজুদ বাড়িয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ চীন। ঊর্ধ্বমুখী উৎপাদনের কারণে দেশটির পরিশোধিত ইস্পাতের মজুদ বেড়েছে। চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের (সিআইএসএ) প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটি বলছে, ২০ জুলাই চীনে পাঁচটি পরিশোধিত ইস্পাতজাত পণ্যের মজুদ বেড়ে কোটি ১৯ লাখ ৪০ হাজার টনে উন্নীত হয়েছে। ১০ জুলাইয়ের তুলনায় মজুদের পরিমাণ লাখ ৮০ হাজার টন বা দশমিক শতাংশ বেড়েছে। দেশটির প্রধান ২০টি শহরেই মজুদ বৃদ্ধির ঘটনা ঘটেছে।

সিআইএসএর তথ্য অনুযায়ী, ২০ জুলাই হট রোলড কয়েলের (এইচআরসি) মজুদ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩০ হাজার টনে। ১০ জুলাইয়ের তুলনায় মজুদ দশমিক শতাংশ বেড়েছে। কোল্ড রোলড কয়েলের (সিআরসি) দেশীয় মজুদ ১১ লাখ ২০ হাজার টনে উন্নীত হয়েছে। ১০ জুলাইয়ের তুলনায় মজুদ দশমিক শতাংশ বেড়েছে। এদিকে জুলাইয়ের দ্বিতীয় ১০ দিনে ওয়্যার রডের মজুদ বেড়ে ১৯ লাখ ২০ হাজার টনে পৌঁছেছে। মাসের প্রথম ১০ দিনের তুলনায় মজুদ বেড়েছে দশমিক শতাংশ। অন্যদিকে রিবারের মজুদ দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬০ হাজার টনে। ১০ জুলাইয়ের তুলনায় মজুদ বৃদ্ধির হার দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন