ভিয়েতনামের কফি ও চাল রফতানিতে মন্দা

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনামের কফি রফতানিতে মন্দাভাব দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে পানীয় পণ্যটির রফতানি শতাংশ কমে গেছে। পাশাপাশি হ্রাস পেয়েছে চাল রফতানিও। ভিয়েতনামের সরকারি এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

বৈশ্বিক কফি রফতানিতে দ্বিতীয় ভিয়েতনাম। আন্তর্জাতিক বাজারে কফির চাহিদার বড় একটি অংশ পূরণ করে দেশটি। তবে চলতি বছর উৎপাদন ঘাটতি দেশীয় ঊর্ধ্বমুখী চাহিদার কারণে কফি রফতানি কমিয়েছে ভিয়েতনাম।

ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিস জানায়, জানুয়ারি-জুলাই পর্যন্ত ভিয়েতনাম সব মিলিয়ে লাখ ৫৪ হাজার টন বা কোটি ৫৮ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেটি) কফি বিশ্ববাজারে রফতানি করেছে। গত বছরের তুলনায় রফতানি কমেছে দশমিক শতাংশ। এর মধ্যে সর্বশেষ জুলাইয়ে দেশটির লাখ ১০ হাজার টন কফি জাহাজীকরণ হয়েছে। রফতানীকৃত এসব কফির মূল্য দাঁড়িয়েছে ২০ কোটি ৭০ লাখ ডলারে।

বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী দেশটির কফি রফতানি আয় গত বছরের তুলনায় দশমিক শতাংশ কমেছে। বছরের প্রথম সাত মাসে কফি রফতানি থেকে আয় এসেছে ১২৫ কোটি ডলার।

এদিকে চাল রফতানিতে শীর্ষ দেশ ভারতের পরই ভিয়েতনামের অবস্থান। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটির চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক শতাংশ হ্রাস পেয়েছে। সময় দেশটি বিশ্ববাজারে ৩৬ লাখ টন চাল রফতানি করেছে। রফতানীকৃত এসব চাল থেকে আয় এসেছে ১৯০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় দশমিক শতাংশ কমেছে। সর্বশেষ জুলাইয়ে ভিয়েতনাম পাঁচ লাখ টন চাল রফতানি করেছে। এসব চালের বাণিজ্যিক মূল্য ২৮ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে ভিয়েতনামের অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতেও ধস নেমেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটি সব মিলিয়ে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৪১ দশমিক শতাংশ কমেছে। সময় রফতানীকৃত অপরিশোধিত জ্বালানি তেল থেকে দেশটির আয় এসেছে ৮১ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি আয় ১০ দশমিক শতাংশ হ্রাস পেয়েছে।

শুধু অপরিশোধিত জ্বালানি তেল নয়, পরিশোধিত জ্বালানি তেলজাত পণ্যের রফতানিও হ্রাস পেয়েছে। বছরের প্রথম সাত মাসে অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্য রফতানি হয়েছে ৫৭ লাখ টন। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২০ দশমিক শতাংশ হ্রাস পেয়েছে। তবে এসব পণ্যের রফতানি আয় বেড়েছে ১৫ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন