গ্যাস উত্তোলনে নেতৃস্থানীয় হয়ে উঠছে মালয়েশিয়া

বণিক বার্তা ডেস্ক

২০২৫ সালে প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক উত্তোলনে ১২ শতাংশ অবদান রাখবে মালয়েশিয়া ছবি : গ্লোবাল টাইমস

বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশগুলোর তালিকাতেই নেই মালয়েশিয়া। তবে নতুন নতুন প্রকল্পের আওতায় ধীরে ধীরে দেশটি খাত সম্প্রসারিত করছে। ২০২৫ সালের মধ্যেই মালয়েশিয়া সমুদ্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বের নেতৃস্থানীয় হয়ে উঠবে। শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটা তথ্য জানিয়েছে।

গ্লোবাল ডাটার দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক উত্তোলনে ১২ শতাংশ বা ১৩০ কোটি ঘনফুট অবদান রাখতে সক্ষম হবে মালয়েশিয়া। দেশটি সমুদ্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে এরই মধ্যে বেশকিছু প্রকল্প ঘোষণা করেছে। কিছু প্রকল্পের পরিকল্পনা সম্পন্ন হয়েছে। ২০২১-২৫ সালের মধ্যেই এসব প্রকল্পের অধীনে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির খাতসংশ্লিষ্টরা।

গ্লোবাল ডাটার গ্লোবাল অফশোর আপস্ট্রিম ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া নির্ধারিত উন্নয়ন পরিকল্পনাসহ কিছু প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৫ সালে এসব প্রকল্পের অধীনে মালয়েশিয়া ২০০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে সক্ষম হবে। এছাড়া যেসব প্রকল্পের প্রাথমিক ঘোষণা এসেছে সেসব প্রকল্পের অধীনে উত্তোলন করা হবে আরো ১০০ কোটি ঘনফুট। এসব প্রকল্প সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, মালয়েশিয়া সমুদ্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধির লক্ষ্যে নতুন ১৯টি প্রকল্প হাতে নিয়েছে। বাস্তবায়ন শেষে ২০২৫ সালের মধ্যে এসব প্রকল্পে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু হবে। ১৯টি প্রকল্পের মধ্যে কাসাওয়ারি, জেরুন বি১৪ সবচেয়ে বড় প্রকল্প। ২০২৫ সালে মোট উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের ৫০ শতাংশই আসবে তিন প্রকল্প থেকে।

গ্লোবাল ডাটার জ্বালানি তেল গ্যাসবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক ইফফা এলেইন বলেন, বৈশ্বিক টেকসই বিদ্যুতের চাহিদা মেটাতে জ্বালানি তেল গ্যাস শিল্প খাত থেকে নবায়নযোগ্য জ্বালানি খাতে মনোযোগ বাড়াচ্ছে উন্নত বিশ্বের দেশগুলো। মূলত করোনা মহামারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতির কারণে সাশ্রয়ী জ্বালানির চাহিদা বাড়ছে। পাশাপাশি জলবায়ু দূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় হচ্ছে। ফলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবং প্রাকৃতিক গ্যাস খাতকে সম্প্রসারিত করতে এসব প্রকল্পকে সব ধরনের সুযোগ-সুবিধা দেবে মালয়েশিয়া।

গ্লোবাল ডাটা জানায়, ২০২৫ সালের মধ্যে ইরান হয়ে উঠবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানীয় দেশ। সময় দেশটি সব মিলিয়ে ২৭০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে সক্ষম হবে। এটি ওই বছর বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ১১ শতাংশ অবদান রাখবে। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ২০২৫ সালের বিশ্বের শীর্ষ তিনে উঠে আসবে কাতার। সময় দেশটি ২৬৭ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলনে সক্ষম হবে। সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে দেশটিও বেশকিছু নতুন প্রকল্প হাতে নিয়েছে।  এদিকে আন্তর্জাতিক প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী কোম্পানিগুলোর অন্যতম কাতার পেট্রোলিয়াম, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি রয়েল ডাচ শেল। ২০২৫ সালে এসব কোম্পানি সমুদ্র থেকে সর্বাধিক প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেবে। সময় কাতার পেট্রোলিয়াম ২৬০ কোটি ঘনফুট, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ২৪০ কোটি ঘনফুট রয়েল ডাচ শেল ১২০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলনে সক্ষম হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন