কফি রফতানিতে মন্দা কাটছে না ভারতের

বণিক বার্তা ডেস্ক

ভারতীয় কফি রফতানি খাতে মন্দা ভাব যেন পিছু ছাড়ছে না। এক দশক ধরে পানীয় পণ্যটির রফতানি ধারাবাহিকভাবে কমছে। ২০২০-২১ অর্থবছর ভারত প্রায় ৭২ কোটি ডলারের কফি রফতানি করেছে। রফতানীকৃত মোট কফির মধ্যে ৪২ শতাংশই রোবাস্তা। গ্লোবাল ট্রেড ফাইন্যান্স কোম্পানি ড্রিপ ক্যাপিটালের প্রকাশিত প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

বিশ্বের অষ্টম শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ভারত। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১১-১২ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত দেশটির বার্ষিক কফির রফতানি হার কমেছে শতাংশ। ২০১১-১২ মৌসুমে ভারত সব মিলিয়ে ৯৫ কোটি ৩০ লাখ ডলারের কফি রফতানি করেছিল।

রফতানির এমন নিম্নমুখী ধারাকে আরো ত্বরান্বিত করেছে করোনা মহামারী। মহামারীর প্রভাবে ২০১৯-২০ অর্থবছর ভারতের কফি রফতানি নয় বছরের সর্বনিম্নে নেমে যায়। গত বছরের এপ্রিলে রফতানি সর্বোচ্চ ৪৪ শতাংশ হ্রাস পেয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ভারতে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় কর্ণাটক রাজ্যে। দেশটির মোট রফতানির বেশির ভাই আসে রাজ্য থেকে। অন্যদিকে দেশের মোট তৈরি কফির ৫০ শতাংশই আসে অন্ধ্রপ্রদেশ থেকে। ভারতের প্রধান কফি রফতানি বাজার ইতালি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছর রফতানীকৃত কফির ২০ শতাংশই ইতালিতে রফতানি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন