শেয়ারহোল্ডারদের লভ্যাংশ গ্রহণের আহ্বান পিপলস ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক

ইস্যুকৃত বিভিন্ন বছরের নগদ লভ্যাংশ গ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের নামে ইস্যুকৃত বিভিন্ন বছরের নগদ লভ্যাংশ অগ্রহণকৃত আইপিও সাবস্ক্রিপশনের টাকা, যা শেয়ারহোল্ডারদের ঠিকানা, ফোন নম্বর ব্যাংক হিসাব যথাযথ না থাকায় পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিতে ফেরত যায়। শেয়ারহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এসব টাকা শেয়ার বিভাগে অবিলীকৃত বা অদাবীকৃত অবস্থায় সংরক্ষিত আছে।

জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্প্রতি এক আদেশে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ এবং অগ্রহণকৃত আইপিও স্থানান্তর করার নির্দেশনা দেয়া হয়েছে। পরিপ্রেক্ষিতে আগামী ২৮ আগস্টের মধ্যে ওইসব শেয়ারহোল্ডারকে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বিভাগে যোগাযোগ করে তাদের লভ্যাংশ এবং অগ্রহণকৃত আইপিও গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। অদাবীকৃত নগদ লভ্যাংশ অগ্রহণকৃত আইপিওর তথ্য কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন