আইপিডিসি ফাইন্যান্সের আয় বেড়েছে ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। অন্যদিকে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ১৬৯ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৪৯৬ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ১৩০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৬৯৮ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় আগের বছরের তুলনায় বেড়েছে ৩৯ কোটি লাখ হাজার ৭৯৮ টাকা বা ৩০ শতাংশ। এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪১ কোটি লাখ ৪৬ হাজার ৭৭ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৩১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা। সে হিসাবে অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা বা ২৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ১১ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল ৮৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ৮২ কোটি লাখ ২০ হাজার ১১৮ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৬৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৪৩৭ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় আগের বছরের তুলনায় বেড়েছে ১৬ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৬৮১ টাকা বা ২৪ দশমিক ৭৫ শতাংশ। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৫৪ লাখ হাজার ৯৩ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ১৬ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৬৬ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় কোটি ৯০ লাখ ১২ হাজার ২৭ টাকা বা ২৩ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। তিন মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৫ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৮ পয়সা।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ১৫০ কোটি টাকা সুদ আয় হয়েছে। যেখানে এর আগের বছরের একই সময়ে সুদ আয় ছিল ১৮৯ কোটি টাকা। সময়ে প্রতিষ্ঠানটি আমানত ধারের বিপরীতে ৯৩ কোটি টাকার সুদ পরিশোধ করেছে, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৩৪ কোটি টাকা। ফলে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইপিডিসির ৫৭ কোটি টাকা নিট সুদ আয় হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন