পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লেও কার্যদিবস কমেছে

নিজস্ব প্রতিবেদক

সরকারের জারি করা চলমান বিধিনিষেধ বা লকডাউনে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং লেনদেনের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে পুঁজিবাজারের লেনদেন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একই সঙ্গে আগামী সপ্তাহে ব্যাংক লেনদেনের কার্যদিবস কমায় পুঁজিবাজারে লেনদেনের কার্যদিবসও কমবে।

বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে জানিয়েছেন, করোনা মহামারী বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহে রোববার বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্ত্রীয় ব্যাংক। তবে বাকি তিন কার্যদিবস লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করা হয়েছে। কারণে আগামী সপ্তাহের সোম, মঙ্গল বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বেলা ২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর আগামী রোববার বুধবার ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই পুঁজিবাজারেও লেনদেন হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন