মৌসুমের শুরুতেই কমেছে ইইউর গম রফতানি

বণিক বার্তা ডেস্ক

গম রফতানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈশ্বিক চাহিদার বড় একটি অংশ পূরণ করে অঞ্চলের দেশগুলো। জুলাই থেকে ইইউভুক্ত দেশগুলোতে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই অঞ্চলটির গম রফতানি কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

ইউরোপিয়ান কমিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, -২৫ জুলাই পর্যন্ত ইইউ অঞ্চল থেকে বিশ্ববাজারে লাখ ২৪ হাজার ৫২৪ টন গম রফতানি হয়। ২০২০-২১ মৌসুমের একই সময়ে রফতানি হয়েছিল ১২ লাখ ৪০ হাজার টন গম। সে হিসাবে রফতানি প্রায় দ্বিগুণ হ্রাস পেয়েছে।

এদিকে চলতি মৌসুমের -২৫ জুলাই পর্যন্ত ইইউ বিশ্ববাজারে সব মিলিয়ে লাখ ২৯ হাজার ৪৬৫ টন যব সরবরাহ করে। গত বিপণন মৌসুমের একই সময়ে সরবরাহ করা হয়েছিল লাখ ৩১ হাজার ৬৬৩ টন গম। সে হিসাবে যব রফতানি কমেছে লাখ হাজার ১৯৮ টন। অন্যদিকে ইইউভুক্ত দেশগুলোর ভুট্টা রফতানিও কমেছে। -২৫ জুলাই পর্যন্ত ইইউ থেকে লাখ ৫২ হাজার ১৬৯ টন ভুট্টা রফতানি হয়। গত মৌসুমের একই সময় রফতানি হয় লাখ ১৫ হাজার ৯৭২ টন ভুট্টা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন