প্রাক-কভিড স্তরে ভিসা কার্ডের অভ্যন্তরীণ ব্যবহার

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিজেদের প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানটি জানায়, এরই মধ্যে ভিসা কার্ড ব্যবহারকারীদের অভ্যন্তরীণ ব্যয়ের পরিমাণ মহামারী-পূর্ববর্তী সময়ের সমান পরিমাণ। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বজুড়ে কভিড-১৯ টিকাদান কার্যক্রম জোরদার হওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক ব্যবহারকারীদের ব্যয়ও বাড়বে।

ভিসা ইনকরপোরেটেড জানায়, তারা আগামীতে আরো প্রবৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি ভ্রমণ বিনোদন বৃদ্ধি পাওয়া এবং -কমার্সভিত্তিক ব্যবসা বাড়ার ফলে তাদের তহবিল স্থানান্তর সেবাদান আরো বাড়চ্ছে। ডলারের বর্তমান মূল্যে বছরের তৃতীয় প্রান্তিকে তাদের পেমেন্টের পরিমাণ আরো ৩৪ শতাংশ বাড়বে। সময়ে তাদের তহবিল স্থানান্তরের পরিমাণ বাড়বে ৩৯ শতাংশ।

ভিসার প্রধান আর্থিক কর্মকর্তা ভ্যাসেন্ট প্রাভু জানান, আমাদের অভ্যন্তরীণ ব্যবসায় আমরা এখন সেখানে অবস্থান করছি যেখানে আমরা পূর্বে ছিলাম। যেন মনে হয় মহামারী কখনো হয়নি। আমরা এখন একটি জায়গাতেই পিছিয়ে আছি, সেটা হলো আন্তঃসীমান্ত ব্যবসা। আন্তর্জাতিক পেমেন্ট তহবিল স্থানান্তর বৃদ্ধি করাটাই এখন আমাদের পরবর্তী পুনরুদ্ধার লক্ষ্যমাত্রা। বর্তমান গতি চলমান থাকলে প্রান্তিকে আন্তর্জাতিক পেমেন্ট ট্রানজেকশনের পরিমাণ ৪৭ শতাংশ বাড়তে পারে।

জুলাইয়ে ভ্রমণ বাবদ ভিসা কার্ড ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ ট্রানজেকশন হয়েছে তা ২০১৯ সালের পরিমাণকে স্পর্শ করে। অন্যদিকে বিনোদন বাবদ ভিসা কার্ডের মাধ্যমে ট্রানজেকশনের পরিমাণ মে মাসে ২০১৯ সালের একই সময়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে। মোট রাজস্ব আয় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৩০ হাজার ডলারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন