দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্তের পর ১৬ মাসের বেশি সময় পার হয়েছে। আজ বুধবার ১৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এ পর্যন্ত দৈনিক হিসেবে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। একই সঙ্গে গতকাল ২৩৭ জন কভিড-১৯ পজিটিভ রোগী মারা গেছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ সকাল টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩৯টি পরীক্ষাগারে ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন ১৬ হাজার ২৩০ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে। আর মারা গেছেন ২০ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে গত এক দিনে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৭০ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে এক শতাধিক দেশে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়লে গেল বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মাহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদানে এখন বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচি শুরু করেছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন