রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস ও পানিতে ভেসে ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস পানিতে ভেসে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে গতকাল বেলা ১টার দিকে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো কয়েকজন।

মৃতরা হলো বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩৭ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে নুর নাহার (৩০), শাহা আলমের ছেলে শফিউল আলম (১২), জি-৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) তাদের দুই সন্তান আব্দুর রহমান () আয়েশা সিদ্দিকা () পালংখালী ক্যাম্প-১৮- পানিতে ভেসে দিল বাহার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন বলেন, সকাল থেকে টানা বর্ষণ অব্যাহত ছিল। ভারি বর্ষণে কক্সবাজারের বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়। রোহিঙ্গা শিবিরের শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে। বৃষ্টির সময় পাহাড় ধসে ১০ নম্বর শিবিরের শিশুসহ পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। একই সময়ে পানির স্রোতে ভেসে ক্যাম্প-১৮-এর এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ভারি বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গা শিবির ডুবে গেছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন। তিনি বলেন, ভারি বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন