অর্ধবার্ষিকে ২৬ শতাংশ ব্যবসা বেড়েছে লিন্ডে বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা আগের বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে চলতি হিসাব বছরের ছয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৬৪ শতাংশের বেশি বেড়েছে।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের ছয় মাসে কোম্পানিটির আয় হয়েছে ২৫২ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ২০০ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৫২ কোটি লাখ ৫০ হাজার টাকা বা ২৫ দশমিক ৯২ শতাংশ। এদিকে ছয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৩ কোটি লাখ ৪৭ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৩৮ কোটি ২৮ লাখ ২১ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৪ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকা বা ৬৪ দশমিক ৬৫ শতাংশ। ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৪২ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল ২৫ টাকা ১৬ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির আয় হয়েছে ১২৫ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৬১ কোটি ১৪ লাখ ১৯ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৬৪ কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকা বা ১০৫ শতাংশ। এদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪ কোটি ৩০ লাখ ১৯ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল কোটি ২৯ লাখ ২৬ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ২৭ কোটি ৯৩ হাজার টাকা বা দশমিক ৭০ গুণ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ৫৪ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল টাকা ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৭ টাকা ১৭ পয়সা।

এর আগে কোম্পানিটির ব্যবসা চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭২ শতাংশ কমেছে। আর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে দশমিক ২৮ শতাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের ব্যবসা হয়েছে ১২৭ কোটি ৪৭ লাখ টাকা, যেখানে এর আগের বছরের একই সময়ে ব্যবসা হয়েছিল ১৩৯ কোটি ৬৫ লাখ টাকা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৭৩ লাখ টাকা, যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩০ কোটি ৯৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৮ টাকা ৮৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন