অপরিশোধিত জ্বালানি তেল রফতানি

আন্তর্জাতিক বাজারে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

বণিক বার্তা ডেস্ক

জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র গড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে ছবি : আইইএ

অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে আন্তর্জাতিক বাজারে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে মন্দা দেখা দেয়। সময় দেশে দেশে জ্বালানি পণ্যটির সরবরাহ নিয়ে উদ্বেগ উত্কণ্ঠার মধ্যেও রেকর্ড সর্বোচ্চ রফতানি করে যুক্তরাষ্ট্র। চলতি বছরও রফতানিতে এমন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) উইকলি পেট্রোলিয়াম স্ট্যাটাস রিপোর্টে তথ্য উঠে এসেছে।

ইআইএ জানায়, চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র গড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে রফতানি করেছে। সর্বশেষ চার সপ্তাহে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক গড়ে ৩৫ লাখ ১০ হাজার ব্যারেলে।

২০১৩ সালে মার্কিন প্রশাসন স্বল্প মাত্রায় পরিশোধিত অত্যধিক হালকা জ্বালানি তেলের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১৫ সালের গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে জ্বালানি তেল বিনিময় নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই বছরের ডিসেম্বরে রফতানি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া হয়। এর পর থেকেই অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে বড় ধরনের সাফল্য পেতে শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১৫ সাল থেকে দেশটি জ্বালানি পণ্যটির রফতানি ক্রমাগত সম্প্রসারিত করেছে। ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করতে সক্ষম হয়েছে দেশটি।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র। করোনা মহামারীর কারণে গত বছর দেশটির রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। মহামারীর প্রভাবে ওই বছর অপরিশোধিত জ্বালানি তেলের বিশ্ববাজারে ধস নামে। কমতে থাকে পণ্যটির চাহিদা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে পণ্যটির উত্তোলন ঘাটতি দেখা দেয়। তবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গত বছর অপরিশোধিত জ্বালানি তেল রফতানি অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র। গত তিন বছরে দেশটির চার সপ্তাহের গড় রফতানি দৈনিক ২০ লাখ ব্যারেলের নিচে নামেনি বলে জানিয়েছে ইআইএ।

প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া। কারণে যুক্তরাষ্ট্রের রফতানি স্থিতিশীল রয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে স্পট মার্কেটে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৬ ডলার ১৩ সেন্টে উঠে আসে। স্পট মার্কেটে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি গড়ে ৭৩ ডলার ৩৫ সেন্টে উন্নীত হয়। -১৬ জুন পর্যন্ত ব্রেন্ট এবং ডব্লিউটিআইয়ের দাম ৭০ ডলারের উপরে ছিল। এমন অবস্থায়ও জুনের শেষের দিকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি স্বল্প মাত্রায় বেড়েছিল। এদিকে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের চেয়ে ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান খুব বেশি না হলেও যুক্তরাষ্ট্র পণ্যটির রফতানি বড় পরিসরে বাড়াতে সক্ষম হয়েছে।

ইআইএ জানায়, ২০১৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল খাতে বড় ধরনের সম্প্রসারণ ঘটেছে। সমুদ্র কূপগুলোর পাশাপাশি ভূমিস্থ তেল কূপ থেকে উত্তোলিত তেল রফতানিতে সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। ফলে ২০২০ সালে দেশটি রেকর্ড সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে সক্ষম হয়। চলতি বছর সামনের মাসগুলোতে রফতানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন