একদিনে রেকর্ড ১০৪ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় চলতি বছরের রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর একদিন আগে শুক্রবার সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন।

অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে ৪১৯ জন, বাকি তিনজন ঢাকার বাইরে অন্য বিভাগে।

নিয়ে জুলাইয়ের ২৪ দিনেই হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের ৯৯ শতাংশই ঢাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন হাজার ১৪৯ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন