আন্তর্জাতিক সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

শিশুর সামগ্রিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের উন্নয়নে সরকার শিশুকেন্দ্রিক বাজেট বাস্তবায়ন, দুই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই প্রদান স্কুলে মিড-ডে মিল চালু করেছে। সরকার মা শিশুর পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে গর্ভাবস্থা থেকে তিন বছর পর্যন্ত ১১ লাখ দরিদ্র কর্মজীবী দরিদ্র মাকে ভাতা দিচ্ছে। ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার ১২ দশমিক অতি দারিদ্র্যের হার দশমিক শতাংশে নামিয়ে আনতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

মহিলা শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল চীনের বেইজিংয়ে চায়না ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত দারিদ্র্য বিমোচন শিশু উন্নয়নে সপ্তম আন্তর্জাতিক কনফারেন্সে ভার্চুয়ালি এসব কথা বলেন।

সরকার শিশুর প্রারম্ভিক যত্ন বিকাশে সমন্বিত নীতি ২০১৩ বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সফলভাবে এমডিজি অর্জন করেছে। এসডিজি গোল -এর গুণগত শিক্ষা শিশুর প্রারম্ভিক বিকাশে জাতিসংঘের এসডিজি অর্জনে বিশ্বের যে তিন দেশ সবচেয়ে এগিয়ে আছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। মহামারী নভেল করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারা দেশে একযোগে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখ ২৭ হাজার কোটি টাকার ২৮ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন