ন্যাশনাল ব্যাংক লিমিটেড

এমডি ও সিইও শাহ্ সৈয়দ আব্দুল বারীর চুক্তির মেয়াদ বৃদ্ধি

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ্ সৈয়দ আব্দুল বারীর চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকের চেয়ারপারসন মনোয়ারা সিকদারের সভাপতিত্বে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় শাহ্ সৈয়দ আব্দুল বারীর চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় এক বছর তথা ২০২২ সালের ২৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শাহ্ সৈয়দ আব্দুল বারীর বর্তমান চুক্তির মেয়াদ ২৭ জুলাই শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে পরবর্তী এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর আগে আব্দুল বারী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে এসইভিপি পদে ন্যাশনাল ব্যাংকে যোগদানের পর সফলভাবে দায়িত্ব পালনের জন্য ২০১৬ সালে তাকে ডিএমডি পদে পদোন্নতি দেয়া হয়।

শাহ্ সৈয়দ আব্দুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৩ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে ১২ বছর শাখা ব্যাংকিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন।  বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন