অ্যান্ড্রয়েডের জন্য দুটি ফিচার চালু করতে যাচ্ছে অ্যাপল

বণিক বার্তা ডেস্ক

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পরবর্তী প্রজন্মের শব্দ অভিজ্ঞতা প্রদানে ডলবি অ্যাটমসের সহযোগিতায় স্পাশিয়াল অডিও এবং লসলেস অডিও স্ট্রিমিং ফিচার চালু করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খবর আইএএনএস।

এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করতে পারবেন। তবে সব অ্যান্ড্রয়েড ফোন ডলবি অ্যাটমস সমর্থন করে না বলেও জানানো হয়।

২০ জুলাই ভারতের গানপ্রেমীদের কথা মাথায় রেখে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই অ্যাপল মিউজিকে স্পাশিয়াল অডিও এবং লসলেস অডিও ফিচার চালু করে অ্যাপল।

ভারতের গ্রাহকদের জন্য লসলেস অডিওতে সাড়ে সাত কোটির বেশি গানের ক্যাটালগ তৈরি করেছে অ্যাপল মিউজিক।

মূল অডিও ফাইলের প্রতিটি বিট সংরক্ষণের জন্য অ্যাপল অ্যালাক (অ্যাপল লসলেস অডিও কোডেক) ব্যবহার করে থাকে। এর ফলে স্টুডিওতে শিল্পীরা যেভাবে গান গেয়েছেন, সুর দিয়েছেন শ্রোতারা ঠিক সেভাবেই শুনতে পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন