ভারতের জ্বালানি তেল উত্তোলনে ধস

বণিক বার্তা ডেস্ক

ভারতে করোনা মহামারীর নতুন ধরন প্রাণঘাতী রূপ নিয়েছে। এর প্রভাবে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে ধস নেমেছে। ভারতের পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। খবর মিন্ট দ্য হিন্দু বিজনেস লাইন।

মন্ত্রণালয়সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের জুনে ভারত ২৪ লাখ ৮১ হাজার ৬৬০ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন দশমিক ৭৯ শতাংশ কমেছে। অন্যদিকে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় উত্তোলন হ্রাস পেয়েছে দশমিক ২৬ শতাংশ।

সরকারি তথ্য অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ ১২ হাজার ৮৭০ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন দশমিক ৪২ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় দশমিক ২৪ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে জ্বালানি তেল উত্তোলন কমলেও জুন এবং বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে প্রবৃদ্ধি এসেছে। জুনে দেশটি ২৭৭ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ১৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় দশমিক ২৬ শতাংশ উত্তোলন হ্রাস পেয়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে জ্বালানি পণ্যটির উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। সময় উত্তোলন হয় ৮১৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস। তবে উত্তোলন লক্ষ্যমাত্রার তুলনায় দশমিক ৫২ শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন