পদ্মা সেতুর পিয়ারে ফেরির ধাক্কা

চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর পিয়ারে ধাক্কা দেয়ার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরি শাহ জালালের চালককে (মাস্টার) সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির একজন পরিচালককে প্রধান করে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে গতকাল বেলা সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারের সঙ্গে ধাক্কা খায় বিআইডব্লিউটিসির রো রো ফেরি শাহ জালাল। এতে ফেরির অন্তত ২০ জন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, চ্যানেল থেকে মূল নদীতে প্রবেশের পর প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ফেরিটি। এর মধ্যে চালক ফেরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বড় বড় ঢেউ আর প্রচণ্ড বাতাসে ফেরিটি তখন পদ্মা সেতুুর পিয়ারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

তবে দুর্ঘটনার জন্য চালকের ব্যর্থতার কথা উল্লেখ করেছে বিআইডব্লিউটিসি। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিআইডব্লিউটিসি। সংস্থাটির পরিচালক (বাণিজ্যিক) আশিকুজ্জামানকে কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক শাহ জাহান, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলি এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামানকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সংস্থার চেয়ারম্যান বরাবর জমা দিতে কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

রো রো ফেরির ধাক্কায় পদ্মা সেতুর অবকাঠামোতে কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তিনি বলেন, পদ্মা সেতুর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, এটি পাঁচ হাজার টন পর্যন্ত আঘাত সহনীয়। ফেরির ধাক্কায় সেতুর কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না, তার পরও আমরা তদন্ত করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন