ক্যান্সারে মারা গেলেন চবি শিক্ষক বাসবী বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গতকাল ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম বৌদ্ধবিহারে তার মরদেহ বেলা ১১টা পর্যন্ত রাখার পর ২টায় পটিয়ার বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা শেষকৃত্যানুষ্ঠান হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইব্রাহিম হোসাইন বলেন, চবি শিক্ষক বাসবী বড়ুয়া ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শরীরের অবস্থার অবনতি হলে বাসবী বড়ুয়াকে সর্বশেষ নগরীর ম্যাক্স হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানে শুক্রবার (গতকাল) ভোরে তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন