কঠোর বিধিনিষেধের প্রথম দিন

নির্দেশনা অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৪০৩

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় গতকাল থেকে আবারো ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে গতকাল সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখসহ বিভিন্ন এলাকায় ছিল পুলিশের কড়াকড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইন অমান্য করায় এদিন সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বণিক বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন

ইফতেখায়রুল ইসলাম জানান, বাইরে থাকার যৌক্তিক কারণ দেখাতে না পারায় গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির অপরাধ বিভাগ ৪০৩ জনকে গ্রেফতার করেছে এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২০৩ জনকে লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করেছেন পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির চালককে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে

ঈদুল আজহা উপলক্ষে আটদিন শিথিল থাকার পর গতকাল থেকে সারা দেশে শুরু হয় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ, যা চলবে আগস্ট মধ্যরাত পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা -সংক্রান্ত প্রজ্ঞাপনে বিধিনিষেধের সময় মেনে চলার জন্য কিছু শর্ত ঠিক করে দেয়া হয় সেখানে বলা হয়, বিধিনিষেধ চলাকালে জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাদে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমানসহ বন্ধ থাকবে সড়ক, নৌ রেলপথের গণপরিবহন শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টারসহ সব ধরনের শিল্প-কারখানা বন্ধ থাকবে

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজন ছাড়া সময় কেউ ঘরের বাইরে বের হতে পারবে না কেবল অতি জরুরি প্রয়োজন যেমন ওষুধ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনা, চিকিত্সাসেবা, মৃতদেহ দাফন বা সত্কার ইত্যাদি কাজ ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন