আইপিডিসি ‘অগ্রজ’

শিল্পীজীবনের অভিজ্ঞতা জানালেন শিল্পী আবদুস শাকুর শাহ

দেশের বিভিন্ন খাতে খ্যাতিমান অগ্রজদের নিয়ে আইপিডিসি ফাইন্যান্সের অনলাইন আয়োজন অগ্রজ-এর একবিংশ পর্বে চিত্রকর্মের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরার ভাবনা অমূল্য অভিজ্ঞতার কথা জানিয়েছেন খ্যাতিমান চিত্রশিল্পী আবদুস শাকুর শাহ। আনিস খানের উপস্থাপনায় অগ্রজে মনোজ্ঞ আলাপচারিতায় আবদুস শাকুর শাহ ফিরে তাকান শিল্প সংস্কৃতি জগতে তার দীর্ঘ যাত্রার স্মৃতিতে।

বাঙালির লোকায়ত শিল্পরূপে নতুন আলোর সঞ্চার করে বাংলাদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ। তার চিত্রকর্মগুলোয় দেখতে পাওয়া যায় আবহমান বাংলার লোকসংস্কৃতির নানা দিক। অগ্রজের এই অন্তরঙ্গ আড্ডায় আবদুস শাকুর শাহ রোমন্থন করেন চিত্রকর্মে বাংলার লোকশিল্প তুলে আনার সেইসব রঙিন স্মৃতি। মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম নিয়ে একাধিক একক প্রদর্শনী আয়োজিত হয়েছে আবদুস শাকুর শাহের। আলাপচারিতায় আবদুস শাকুর শাহ মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার অভিজ্ঞতাও ভাগাভাগি করে নেন অগ্রজের দর্শকদের সঙ্গে।

শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার জন্য তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতের গুজরাটের বেস্ট প্রাইজ অব ললিতকলা আকাদেমি, জাপানের ডাক টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের দি এক্সেলেন্স অ্যাওয়ার্ড, বাংলাদেশের ১৩তম ১৫তম ন্যাশনাল আর্ট এক্সিবিশনে যথাক্রমে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড গোল্ড মেডেল, ইতালির ইউনেস্কো অ্যান্ড সিভিটেলা ফাউন্ডেশন ফেলোশিপ এসএম সুলতান পদক (গোল্ড মেডেল)  বাংলাদেশের ন্যাশনাল আর্ট গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর ছাড়াও ইতালি, জাপান, দুবাই, ডেনমার্ক ফ্রান্সে আবদুস শাকুর শাহের চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে।

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম বলেন, অগ্রজে আমরা এমন সব ব্যক্তিত্বের জীবনেই আলোকপাত করতে চাই, যারা নিজেদের কার্যক্ষেত্রে অমূল্য অবদান রেখে দেশের জন্য ভবিষ্যৎ সাফল্যের ভিত্তিপ্রস্তর গড়ে দিয়েছেন। বিজ্ঞপ্তি  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন