ইউনিসেফ ও রাইজআপ ল্যাবসের চুক্তি স্বাক্ষর

ইউ-রিপোর্ট মোবাইল অ্যাপ্লিকেশনটি  ডিজাইন ডেভেলপ করার ইউনিসেফ হেডকোয়ার্টার এবং ইউনিসেফ ইউরোপ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া রিজিয়ন (ইসিএআরও) সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি স্বাক্ষর করেছে বাংলাদেশী সফটওয়্যার কোম্পানি রাইজআপ ল্যাবস। অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য রাইজআপ ল্যাবস সরাসরি কাজ করবে ইউনিসেফ গ্লোবাল ইউ-রিপোর্ট টিম, ইউনিসেফ লাতিন আমেরিকা ক্যারিবিয়ান অফিসের সঙ্গে। এছাড়া এতে যুক্ত হবেন ইউরোপ মধ্য এশিয়ার ইউনিসেফ অফিসের সদস্যরা। ডেভেলপমেন্ট শেষে পাঁচ বছর পর্যন্ত সাপোর্ট এবং মেইনটেইন করার প্ল্যানও এর মধ্যে যুক্ত।

প্রথম অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য ইউ-রিপোর্ট ঙঞগ জ৪ঠ বাস্তবায়নকারী দেশগুলোর কিশোর-কিশোরী যুবক-যুবতীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি মূলত বিশ্বের সব ইউ-রিপোর্ট প্রোগ্রামকে সমর্থন করার জন্য তৈরি। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন