সেপ্টেম্বরে নতুন ইয়ারবাডস আনবে ওয়ানপ্লাস

সেপ্টেম্বরে বাজারে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের তৃতীয় সংস্করণ আনতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস বাডস প্রো নামে এটি বাজারে আনা হবে। ইয়ারবাডসকে প্রতিষ্ঠানটি মোস্ট অ্যাডভান্সড লিসেনিং ডিভাইস আখ্যা প্রদান করেছে। নর্ড টু ফোনের সঙ্গে ইয়ারবাডসের বাজারজাত শুরু হবে বলে জানা গেছে।

নতুন ইয়ারবাডসের আকৃতি অ্যাপলের এয়ারপডস প্রো এক্সোর মতো। তবে ওয়ানপ্লাস ইয়ারবাডসে উজ্জ্বল ক্রোম স্টেম রঙ প্রদান করেছে যেটি খুবই আকর্ষণীয়। গত বছর মার্কিন সীমান্তে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর প্রতিষ্ঠানটি আরো অভিনব ডিজাইনের দিকে গুরুত্ব দিয়েছে।

ওয়ানপ্লাস বাডস প্রো-তে স্মার্ট অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফিচার ব্যবহারকারীর পারিপার্শ্বিক অবস্থান বিচার সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে নয়েজ ক্যানসেলেশনের কাজ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রত্যেকটি ইয়ারবাডসে তিনটি মাইক্রোফোন রয়েছে। যেগুলো প্রয়োজন অনুযায়ী ৪০ ডেসিবল পর্যন্ত নয়েজ দূর করতে পারে। গতানুগতিক ধারার এএনসি সিস্টেমের সম্পূর্ণ বিপরীত এটি।

এর অন্যতম আরেকটি ফিচার হিসেবে এর ব্যাটারি ব্যাকআপকে নির্দেশ করেছে প্রতিষ্ঠানটি। ওয়ানপ্লাস বাডস প্রো-তে কেস চার্জিংসহ ৩৮ ঘণ্টা গান শোনা যাবে। একবার চার্জে এএনসিসহ ঘণ্টা এনএনসি ছাড়া ঘণ্টা ব্যবহার করা যাবে। বাজারে থাকা অন্যান্য ইয়ারবাডসের তুলনায় যা বেশি।

ওয়ানপ্লাস ইয়ারবাডস প্রো-তে ?্যাপ চার্জড ওয়্যারড চার্জিং সুবিধা প্রদান করা হয়েছে। মাত্র ১০ মিনিটের চার্জে টানা ১০ ঘণ্টা গান শোনা যাবে। সেই সঙ্গে যেকোনো কিউআই ওয়্যারলেস চার্জারের মাধ্যমে ইয়ারবাডস চার্জ দেয়া যাবে বলেও জানা গেছে।

ইয়ারবাডসে ব্লুটুথ ভার্সন . রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য ইয়ারবাডসের তুলনায় এতে আরো ভালো মানে লো ল্যাটেন্সি গেমিং মুড ফিচার রয়েছে। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র কানাডায় ১৪৯ দশমিক ৯৯ ডলারে (১৩-১৮ হাজার টাকা) ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। হোয়াইট অথবা ম্যাট ব্ল্যাক রঙে ইয়ারবাডস পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে বিশ্বে কবে নাগাদ ইয়ারবাডস পাওয়া যাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

 

দ্য ভার্জ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন