২৫০ কোটি ডলারের টিকা বিক্রির লক্ষ্য জেঅ্যান্ডজের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর ২৫০ কোটি ডলারের কভিড-১৯ প্রতিরোধী টিকা বিক্রির লক্ষ্য নিয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) পাশাপাশি দীর্ঘ উৎপাদন জটিলতার কারণে বছর টিকা উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থাটি।

জেঅ্যান্ডজের প্রধান আর্থিক কর্মকর্তা জোসেফ ওয়াল্ক বলেন, ২০২১ সালে ৫০ কোটি থেকে ৬০ কোটি ডোজ কভিড-১৯ টিকা উৎপাদন করা যাবে বলে আশা করছি। যেখানে এর আগে সংস্থাটি শতকোটি ডোজ টিকা উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।

সংস্থাটি এখনো তাদের সমস্যাযুক্ত বাল্টিমোর কারখানায় পুনরায় উৎপাদন শুরুর তারিখ ঘোষণা করেনি। অথচ কারখানা থেকেই ইউরোপ যুক্তরাষ্ট্রে টিকা সরবরাহ করার লক্ষ্য নিয়েছিল জেঅ্যান্ডজে। এদিকে সংস্থাটি মনে করছে, পূর্বাভাসকৃত ২৫০ কোটি ডলারের অর্ধেকের বেশি বিক্রি হবে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সংস্থাটি ১৬ কোটি ৪০ লাখ ডলারের কভিড-১৯ টিকা বিক্রি করেছে। এর মাধ্যমে এখন পর্যন্ত সংস্থাটির মোট বিক্রি ২৬ কোটি ৪০ লাখ ডলার ছাড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন