বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ছেলে নিহত, বাবা আহত

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় শহরের পৌর এলাকার নারুলী কৈপাড়ায় সিগারেট জ্বালানো নিয়ে তর্কের জের ধরে বখাটেদের ছুরিকাঘাতে মুদি দোকানদার রাকিব হূদয় (২৫) নিহত তার বাবা মামুনুর রশিদ (৫৫) আহত হয়েছেন। আহত মামুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ঈদের আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বগুড়া শহরের কৈপাড়া এলাকার বখাটে আশিক স্বাধীন সিগারেট জ্বালানোর জন্য নিহত হূদয়ের দোকানে যায়। ওই সময় নিহতের বাবা তাদের সিগারেট ধরাতে নিষেধ করলে বখাটেদের সঙ্গে তর্ক-বিতর্ক বাঁধে। এক পর্যায়ে আশিক স্বাধীন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পাঁচ-সাতজন বখাটে নিয়ে এসে দোকানে হামলা চালায় তারা। সময় হূদয় তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে হূদয় মারা যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন