বিধিনিষেধের প্রথম দিন

রাজধানীতে গ্রেফতার চার শতাধিক

নিজস্ব প্রতিবেদক

ছবি : মো.মানিক

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখসহ বিভিন্ন এলাকায় ছিলো পুলিশের কড়াকড়ি। এছাড়া  ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও পরিচালনা করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। প্রথম দিনে রাজধানীতে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। 

আজ শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। 

তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে ডিএমপির অপরাধ বিভাগ ৪০৩ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করেছে। এবং ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১ টি গাড়ির চালককে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন