প্রথম টি-২০তে ৮ উইকেটে জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দাপটে জয়ের পর এবার তিন ম্যাচের টি-২০ সিরিজেও শুভসূচনা করল বাংলাদেশ। আজ হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। আগে ব্যাটিং করতে নেমে ১৫২ রানে অলআউট জিম্বাবুয়ে। জবাবে ৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহর দল। 

টস জিতে আগে ব্যাটিং নেয়া জিম্বাবুয়ে ১৫২ রান করেছে রেগিস চাকাভা (৪৩), ডিওন মায়ার্স (৩৫) ও ওয়েসলে মাদেভেরের (২৩) ব্যাটে ভর দিয়ে। মুস্তাফিজুর রহমান ৩১ রানে তিনটি উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন। 

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের  ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার। এ দুজনের শতরানের জুটির পর দলকে আর জয় নিয়ে ভাবতে হয়নি। ১০২ রানের সময় সৌম্যর বিদায়ে ভাঙে এ জুটি। সৌম্য ৪৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫০ রান করে বিদায় নেন। তবে নাইম মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। মাহমুদউল্লাহকে নিয়ে ২১ ও নুরুল হাসান সোহানকে নিয়ে ৩০ রানের পার্টনারশিপ গড়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। নাইম ৫১ বলে ৬ বাউন্ডারিতে ৬৩ রান করেন। 

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টায় একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।  


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন