কভিড পরবর্তী জটিলতা

চবির সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

কভিড-১৯ পরবর্তী জটিলতায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ভূঁইয়া ইকবাল (৭৫)। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আযম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মোহাম্মদ শফিউল আযম জানান, সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল স্যার গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি করোনামুক্ত হলেও বিভিন্ন জটিলতার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিধীন ছিলেন। সেখানেই আজ সকালে মারা যান তিনি।

 

অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। অধ্যাপক ভূঁইয়া ইকবাল প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন