ফরিদপুরে করোনা ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গ নিয়ে ছয়জনসহ মোট ১ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

 

সিভিল সার্জনের কার্যালয় সূত্র অনুযায়ী, এসময়ে আরো ১৫০ জনের শরীরে নতুন করে নভেল করোনাভাইরাস নাক্ত হয়েছে, যা নমুনা পরীক্ষার ৩৪ দশমিক ৫৭ শতাংশ। আর সুস্থ হয়েছেন ১১০ জন। হাসপাতালটিতে বর্তমানে চিকিসাধীন রয়েছেন ৩০৬ জন রোগী।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল ওয়ার্ড সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে ৩৪১ জনের মৃত্যু হয়েছেমোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার চারশ ৭৪ জন, আক্রান্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭ জন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন