গতরাতের মধ্যেই প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার দিন ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের যে প্রতিশ্রুতি দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) দিয়েছিল তার অনেকটাই পূরণ করেছে। গতকাল বুধবার বেলা ২টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত ডিএসসিসি ৩৩টি ওয়ার্ডের প্রায় শতভাগ কোরবানির পশু বর্জ্য অপসারণ করা হয়েছে।

গতরাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সিটির আটটি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো- ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬।


এছাড়া রাত ৯টা পর্যন্ত ১৬টি ওয়ার্ডের ৯৫ ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো - ৩, , ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১। ৯টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো - ২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬।

পাশাপাশি পশুর হাটগুলো থেকেও বর্জ্য অপসারণের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন