শিল্প অধ্যুষিত ছয় এলাকার ৩২৫ কারখানায় ঈদের বোনাস পরিশোধ হয়নি

নিজস্ব প্রতিবেদক

দেশের ছয় শিল্প এলাকার ৩২৫ কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ হয়নি। ২০ জুলাই মঙ্গলবার সকাল পর্যন্ত হালনাগাদ এ তথ্য এলাকাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্বে থাকা শিল্প পুলিশের।

আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা—এ ছয় এলাকা শ্রমঘন বলে বিবেচিত।এলাকাগুলোয় মোট কারখানা ৭ হাজার ৮২৪টি। এরমধ্যে আজ সকাল পর্যন্ত ৭ হাজার ৪৯৯ কারখানার শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে। বাকি ৩২৫ কারখানায় ঈদ বোনাস অপরিশোধিত ছিলো। জুন মাসের বেতন অপরিশোধিত ছিলো এমন কারখানা সংখ্যা ৫১টি। 

ঈদ বোনাস অপরিশোধিত থাকা ৩২৫টির মধ্যে ২৩টি বিজিএমইএ সদস্য কারখানা।বিকেএমইএ সদস্য কারখানা ৮টি। বিটিএমএ সদস্য কারখানা ১১টি। অন্যান্য খাতের বোনাস অপরিশোধিত কারখানা সংখ্যা ২৮৩টি। 

শিল্প পুলিশের তথ্যমতে, ছয় এলাকায় বস্ত্র, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজন, ওষুধ ও অন্যান্য খাতের শিল্প কারখানা আছে।

শিল্প অধ্যুষিত অন্যতম বড় এলাকা আশুলিয়া-সাভারে কারখানা সংখ্যা ১ হাজার ২৩১। এরমধ্যে মোট ৪টি কারখানার শ্রমিকদের বোনাস অপরিশোধিত ছিলো। যার দুটি কারখানা পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএ সদস্য। বাকি দুইটি কারখানা অন্যান্য খাতের। 

গাজীপুর এলাকায় কারখানা আছে ১ হাজার ৯০৩টি। এরমধ্যে ৩৩টি কারখানার শ্রমিকদের বোনাস অপরিশোধিত ছিলো। যার ১৫টি বিজিএমইএ সদস্য।পোশাক শিল্পের আরেক সংগঠন বিকেএমইএ সদস্য কারখানা ৩টি। বস্ত্র খাতের মালিক সংগঠন বিটিএমএ সদস্য কারখানা ২টি। অন্যান্য খাতের বোনাস অপরিশোধিত থাকা কারখানা সংখ্যা ১৩টি।

চট্টগ্রাম এলাকায় কারখানা সংখ্যা ১ হাজার ২৫০। বোনাস অপরিশোধি রয়েছে ১২টি কারখানার। এরমধ্যে পাঁচটি কারখানা বিজিএমইএ সদস্য। অন্যান্য খাতের কারখানা সাতটি। 

নারায়ণগঞ্জ এলাকায় কারখানা সংখ্যা ২ হাজার ৫৮৪।এরমধ্যে ২০টি কারখানার বোনাস আজ সকাল পর্যন্ত অপরিশোধিত। এরমধ্যে একটি কারখানা বিজিএমইএ সদস্য। ৫টি কারখানা বিকেএমইএ সদস্য। দুইটি কারখানা বিটিএমএ সদস্য এবং ১২টি কারখানা অন্যান্য খাতের।

ময়মনসিংহ এলাকায় মোট কারখানা সংখ্যা ১৩১। এরমধ্যে ২টি অন্যান্য খাতের কারখানার বোনাস অপরিশোধিত।

খুলনা এলাকায় শিল্প পুলিশের আওতাধীন কারখানা সংখ্যা ৭২৫।এরমধ্যে ২৫৪টি কারখানার শ্রমিকদের বোনাস অপরিশোধিত। যার ২৪৭টি অন্যান্য খাতের কারখানা। সাতটি কারখানা বস্ত্র খাতের বিটিএমএ সদস্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন