খুলনায় সংক্রমণ ছাড়াল ৮২ হাজার রাজশাহীতে ৭৫ হাজার

বণিক বার্তা ডেস্ক

সারা দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। খুলনা, রাজশাহী বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই সংক্রমণ শনাক্তের হার মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো খবর

খুলনা বিভাগ: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে কভিডে মারা গেছে ৫২ জন। সময়ে হাজার ১৬৫ জনের কভিড শনাক্ত হয়েছে। সব মিলিয়ে খুলনা বিভাগে এখন পর্যন্ত কভিড শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জনের।

গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার তথ্য জানিয়ে বলেন, বিভাগে রোববার ৫১ জনের মৃত্যু এবং হাজার ৩৪৫ জনের কভিড শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে মৃত্যু বেড়েছে, তবে শনাক্তের সংখ্যা কমেছে। নমুনা পরীক্ষা কিছুটা কম হয়েছে। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরের মাধ্যমে হাজার ৫৮৪টি, জিন এক্সপার্টে ১০৪টি র্যাপিড অ্যান্টিজেনে হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনের চেয়ে ৬৭৫টি নমুনা পরীক্ষা কম হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৪ শতাংশ।

তিনি বলেন, বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫৪ হাজার ৪০৫ জন। সুস্থতার হার প্রায় ৬৬ শতাংশ। বর্তমানে কভিড রোগী রয়েছে ২৬ হাজার ২৩৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে হাজার ১৫৮ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৪৩৮ জনের কভিড শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ১৭ হাজার ২১৩, কুষ্টিয়ায় ১২ হাজার ১৭০, ঝিনাইদহে হাজার ৫০৪, বাগেরহাটে হাজার ৩৮৭, চুয়াডাঙ্গায় হাজার ৪৩৫, সাতক্ষীরায় হাজার ২৩, নড়াইলে হাজার ৭৫২, মেহেরপুরে হাজার ১২০ মাগুরায় হাজার ৫৪৪ জন আছে।

রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের আট জেলায় প্রাণঘাতী করোনার সংক্রমণ ছাড়িয়েছে ৭৫ হাজার। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৮৮৭ জনের। নিয়ে সংক্রমণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৮৮ জনে।

গত একদিনে হাজার ৪৫ জন সুস্থ হওয়ায় এমন রোগী দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০ জনে। একই দিনে হাসপাতালে এসেছে ১৮৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ হাজার ৪২ জন। এদিকে ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে করোনায় প্রাণ গেছে ১২ জনের। নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল হাজার ১৭৪ জনে। গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১৯০ জন রাজশাহীর ১৯০ জন পাবনা জেলার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জে ১৭৯, বগুড়ায় ১৬৯, নাটোরে ৬৯, জয়পুরহাটে ৪৩, চাঁপাইনবাবগঞ্জে ২৭ নওগাঁয় ২০ জনের করোনা ধরা পড়েছে।

বরিশাল বিভাগ: বিভাগে গতকাল বেলা ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছে। নতুন সংক্রমিত হয়েছে ৮৯১ জন। নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত হয়ে করোনায় মোট মারা গেল ৩৮৭ জন। মোট আক্রান্ত ২৬ হাজার ৭৭৮ জন, সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় মোট হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন