আড়াই কোটি টাকা আত্মসাৎ

বরিশালে সাবেক দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

গ্রাহকের পাঁচটি ব্যাংক হিসাব থেকে কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক দেবব্রত মন্ডল রোববার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড ভোলার চরফ্যাশন শাখার ব্যবস্থাপক (বরখাস্তকৃত) রেজাউল কবির এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ইনচার্জ (বরখাস্তকৃত) সাহাবুদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়, রেজাউল কবির মধুমতি ব্যাংকের চরফ্যাশন শাখার পাঁচটি ব্যাংক হিসাব থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা আত্মসাৎ করেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ইনচার্জ সাহাবুদ্দিন ব্যবস্থাপক রেজাউল কবিরকে সহায়তা করায় তাকেও আসামি করা হয়।

রেজাউল কবির ভোলা সদরের পৌর নবীপুরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা এবং সাহাবুদ্দিন চরফ্যাশন উপজেলার মুন্সির হাট এলাকার বাসিন্দা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন