বছরের প্রথমার্ধে কয়লা উত্তোলন ৬ শতাংশ বাড়িয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথমার্ধে চীনের কয়লা উত্তোলন শতাংশ বেড়েছে। তবে গত মাসে উত্তোলন খাতে মন্দাভাব দেখা দেয়। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) বরাত দিয়ে স্টিলঅরবিস তথ্য জানিয়েছে।

এনবিএসের দেয়া তথ্য অনুযায়ী, বছরের জানুয়ারি-জুন পর্যন্ত চীন সব মিলিয়ে ১৯৫ কোটি টন কয়লা উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন দশমিক শতাংশ বেড়েছে। এর আগের বছরের তুলনায় বেড়েছে দশমিক শতাংশ।

বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ চীন। করোনার ধাক্কা সামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরতে শুরু করায় দেশটিতে কয়লার চাহিদা ঊর্ধ্বমুখী। ফলে টানা ছয় মাস ধরে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়েছে চীন। তবে শুধু গত মাসে দেশটির কয়লা উত্তোলন নিম্নমুখী ছিল। মাসে ৩২ কোটি টন কয়লা উত্তোলন করা হয়। গত বছরের একই মাসের তুলনায় উত্তোলন শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৯ সালের একই মাসের তুলনায় উত্তোলন কমেছে দশমিক শতাংশ।

এদিকে বছরের প্রথমার্ধে উত্তোলন বাড়ায় স্থানীয় বাজারে কয়লার সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে দেশটি জ্বালানি পণ্যটির আমদানি কমিয়ে এনেছে। জানুয়ারি-জুন পর্যন্ত চীন সব মিলিয়ে ১৩ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ ১৯ দশমিক শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন