চার বছরের সর্বনিম্নে ফ্রান্সের গম রফতানি

বণিক বার্তা ডেস্ক

ফ্রান্সের গম রফতানিতে ধস নেমেছে। করোনা মহামারীর ধাক্কায় কৃষিপণ্যটির উৎপাদন কমে যাওয়ায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ে। ২০২০-২১ মৌসুমে দেশটির গম রফতানি চার বছরের সর্বনিম্নে নেমেছে। পণ্যবাজারের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ২০২০-২১ মৌসুমে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের বাইরে সমুদ্রপথে ৭০ লাখ ৩০ হাজার টন গম রফতানি করেছে ফ্রান্স, যা ২০১৬-১৭ মৌসুমের পর সর্বনিম্ন। ব্রিটেনসহ ইইউ অঞ্চলের বাইরে রফতানি করা হয়েছে ৭৫ লাখ টন গম। মৌসুমের শেষ মাস জুনে ইইউ ব্রিটেনের বাইরে সব মিলিয়ে লাখ ২২ হাজার টন গম রফতানি করা হয়। মাসভিত্তিক হিসাবে এটি ২০০৯-১০ মৌসুমের পর রেকর্ড সর্বনিম্ন রফতানি।

ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের বাইরের দেশগুলোর মধ্যে আলজেরিয়া গত মাসে ফ্রান্স থেকে সর্বাধিক গম আমদানি করেছে। দুটি জাহাজে সব মিলিয়ে ৫৯ হাজার ২০০ টন গম আমদানি করা হয়। এর পরই রয়েছে আইভরিকোস্ট। দেশটি ওই মাসে ফ্রান্স থেকে ৩০ হাজার ৪০০ টন গম আমদানি করে।

রেফিনিটিভ জানায়, ২০২০-২১ মৌসুমে সমুদ্রপথে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে রফতানির উদ্দেশ্যে ২৬৬টি জাহাজ ফ্রান্সের বন্দর ছেড়ে যায়, যা ২০১৫-১৬ মৌসুমের পর সর্বনিম্ন। এর মধ্যে জুনে শুধু পাঁচটি গমবাহী জাহাজ রফতানি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন