ঈদের যত আয়োজন

ফিচার প্রতিবেদক

চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই ঈদের সাতদিনে দেখাবে ইমপ্রেস টেলিফিল্মের সাতটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের দিন প্রদর্শিত হবে কাজী হায়াতের গল্প চিত্রনাট্যে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ছবিটি। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে শাকিব খানের  নবাব এল এল বি।  ছবিটির কাহিনী, চিত্রনাট্য পরিচালনা করেছেন অনন্য মামুন। শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা, স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ঈদের তৃতীয় দিন গাজী রাকায়েতের গোর ছবিটি দেখা যাবে। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ। গাজী রাকায়েত নিজে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। চতুর্থ দিন থাকবে অনন্য মামুনের কসাই। ছবিতে অভিনয় করেছেন নীরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ। ঈদের পঞ্চম দিন প্রদর্শিত হবে আন্ডার কনস্ট্রাকশন। ছবিটির কাহিনী, চিত্রনাট্য পরিচালনা করেছেন সৈয়দ রুবাইয়াত হোসেন। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন প্রখ্যাত নির্মাতা কাজী জহির নির্মিত ময়নামতি ছবিটি দেখানো হবে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে। এতে অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি জুটি রাজ্জাক কবরী। এর কাহিনী সংলাপ রচনা করেছেন প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হক। ছবিতে আরো অভিনয় করেছেন সিরাজুল ইসলাম, হাসমত, রওশন আরা প্রমুখ। ঈদের সপ্তম দিন প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। ছবিটির কাহিনী, চিত্রনাট্য পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এসএম মহসীন, নাভিদ মুনতাসির প্রমুখ।

বাংলায় ডাবিং করা ৬টি তুর্কি ছবি

ঈদে চ্যানেল নাইনের পর্দায় দেখা যাবে বাংলায় ডাবিং করা ছয়টি পূর্ণদৈর্ঘ্য তুর্কি চলচ্চিত্র। বাংলায় ডাবিং করা ছয়টি চলচ্চিত্র হলো ক্রেজি হানি, মিরাকল ইন সেল নাম্বার সেভেন, স্মল সেপ্টেম্বর অ্যাফেয়ার, ইনসাইডার, কাল্ট এক্স কিউট অ্যান্ড ডেঞ্জারাস। চ্যানেল নাইনে ঈদের দিনগুলোয় বেলা ৩টায় রাত ১১টায় দুটি করে বাংলায় ডাবিং করা পূর্ণদৈর্ঘ্য তুর্কি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ঈদের দিন বেলা ৩টায় প্রচারিত হবে দুটি হূদয়ের এক হয়ে ওঠার গল্প নিয়ে সাজানো তুর্কি ফিল্ম ক্রেজি হানি। ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায় প্রচারিত হবে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির পরিবারে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে সিনেমা মিরাকেল ইন সেল নম্বর সেভেন। দুর্ঘটনা-পরবর্তী সময়ের একজন প্রাণবন্ত মেয়ের রহস্যজনক নানা ঘটনার কাহিনী নিয়ে  তৈরি স্মল সেপ্টেম্বর অ্যাফেয়ার প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বেলা ৩টায়। ঈদের চতুর্থ দিন একই সময়ে প্রচারিত হবে একজন মানুষের জীবনের অন্ধকার দিক নিয়ে সাজানো চলচ্চিত্র ইনসাইডার। ঈদের পঞ্চম দিন বেলা ৩টায় প্রচারিত হবে মানুষের অভ্যন্তরীণ শক্তি প্রকাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক গেমের ওপর ভিত্তি করে ছবি কাল্ট এক্স।

আর ষষ্ঠ দিন বেলা ৩টায় প্রচারিত হবে একজন অর্থলোভী স্বামীর সম্পদ কুক্ষিগত করার ঘটনা নিয়ে সিনেমা কিউট অ্যান্ড ডেঞ্জারাস।

এসব ছবি বিপরীত ক্রমে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রচারিত হবে রাত ১১টায়।

ঈদের নাটক

ঈদের বিনোদনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকে টেলিভিশন চ্যানেলগুলোর নতুন, বিশেষ নাটক। এবার ঈদুল আজহা উপলক্ষে ১৯টি নতুন নাটক প্রচারিত হবে বৈশাখী টিভিতে। এর মধ্যে ১৪টি একক এবং পাঁচটি সাত পর্বের ধারাবাহিক। ঈদের দিন প্রচারিত হবে রুমান রনির রচনা পরিচালনায় রাশেদ সীমান্ত, উর্মিলা শ্রাবন্তী কর, মাহা অলিউল হক মি অভিনীত হাঁটা জামাই আরো থাকছে আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা, হান্নান শেলী অভিনীত নাটক পান সুপারী ভালোবাসা রচনা করেছেন হিরন সোহেল, পরিচালনায় এসএম হামিদ সোহেল। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে সালাউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ অভিনীত দেন মোহর ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে শৌর্য দীপ্ত সূর্যর রচনায় শাকিল আহমেদের পরিচালনায় পেজগী নেকাব্বর নাটকে অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম, হান্নান শেলী প্রমুখ। এছাড়া ঈদের সপ্তম দিন পর্যন্ত থাকবে আরো অনেক একক নাটক। বৈশাখী টিভিতে সাতদিনের ঈদ আয়োজনে প্রচারিত হবে সাত পর্বের পাঁচটি ধারাবাহিক নাটক। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে মজনু ভাই জিন্দাবাদ অভিনয়ে সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, ডা. এজাজ, অরিন, শফিক খান দিলু প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রূপকথা অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন, সামিনা চৌধুরী প্রমুখ। রচনা পরিচালনা তারিক মুহম্মদ হাসান। রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে কোরবানির বিরাট হাট অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রচনা পরিচালনা এসএ হক অলিক। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে বাগান বাড়ি অভিনয়ে জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, আরফান, সাজু খাদেম, নাদিয়া নদী, সঞ্চিতা দত্ত, তারিক স্বপন, আমিন আজাদ প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রবাসী টাকার মেশিন

ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন থেকে পর্দায় আসছে সময়ের আলোচিত দুই নির্মাতার নির্দেশনায় একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর অভিনীত তিনটি নাটক। তিনটি নাটকের মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন আপন এবং অদ-ভূত শিরোনামের দুটি নাটক। নাটক দুটি রচনাও করছেন তিনি। মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন মায়ের ডাক শিরোনামের একটি নাটক। নাটকের গল্প লিখেছেন আকবর হায়দার মুন্না।  পারিবারিক গল্পে নির্মিত আপন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরফান নিশো, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, তাসনিয়া ফারিন, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারীসহ আরো অনেকে। ভৌতিক-কমেডি গল্পে অদ-ভূত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পাভেল, আব্দুল্লাহ প্রমুখ।

বান্নাহ নির্মিত মায়ের ডাক নাটকে দেখা যাবে দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ আরো একঝাঁক তারকা শিল্পীকে। মোশনরক এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত নাটক তিনটি এবারের ঈদুল আজহায় ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচারিত হবে ১৫ নাটক। নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। ঈদের আগের দিন অর্থাৎ আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রেজানুর রহমানের নাটক লকডাউনের ভালোবাসা

ঈদের দিন থাকবে মিজানুর রহমান আরিয়ানের নাটক হ্যালো শুনছেন অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে শিহাব শাহিনের নাটক রঙিলা ফানুস এদিন রাত ৯টা ৩৫- প্রচারিত হবে নাটক পরগাছা রচনা বৃন্দাবন দাস পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অথই, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। ঈদের তৃতীয় দিন থাকবে ভিকি জাহেদের পরিচালনায় নাটক দ্বিতীয় সূচনা অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, ইন্তেখাব দিনার প্রমুখ। ঈদের সপ্তম দিন পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় প্রতিদিন থাকছে একাধিক নাটক।

নাগরিক টিভিতে ঈদের সাতদিনে সাতটি নতুন নাটক উপভোগ করবে দর্শকরা। একুশে টেলিভিশনে থাকবে সাত পর্বের একাধিক ধারাবাহিক নাটক। এর মধ্যে সাত পর্বের ধারাবাহিক অফ লাইন মামা অনলাইনে দেখা যাবে সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, দিলারা জামানসহ আরো অনেককে।  ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হবে।

বাংলাভিশনে থাকছে চারটি সাত পর্বের ধারাবাহিক। এছাড়া প্রতিদিন থাকবে একাধিক একক নাটক।

শিশুদের জনপ্রিয় ৫টি হলিউড ব্লকবাস্টারের বাংলা প্রিমিয়ার       

দুরন্ত টেলিভিশনে পাঁচদিনের ঈদ আয়োজনে শিশুদের জনপ্রিয় পাঁচটি হলিউড ব্লকবাস্টার সিনেমার বাংলা প্রিমিয়ার হবে। নতুন হলিউড সিনেমার বাংলায় টেলিভিশন প্রিমিয়ার হবে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন বেলা ৩টায়। নতুন সিনেমাগুলোর ভেতর থাকছে দ্য বস বেবি, শ্রেক, শ্রেক , হোম কুং-ফু মাগু। ঈদের দিন, বেলা ৩টায় প্রচারিত হবে এক ছোট্ট শিশুকে ঘিরে ঘটতে থাকা মজার ঘটনা নিয়ে নতুন সিনেমা দ্য বস বেবি। ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায় প্রচারিত হবে শ্রেক তার নতুন বন্ধুদের দুর্দান্ত এক অভিযানের নতুন সিনেমা শ্রেক। ঈদের তৃতীয় দিন বেলা ৩টায় প্রচারিত হবে শ্রেকের নতুন আরেক অভিযানের গল্প নিয়ে নতুন সিনেমা শ্রেক ২। ঈদের চতুর্থ দিন বেলা ৩টায় প্রচারিত হবে ভিন গ্রহের এক প্রাণী তার বন্ধুর রোমাঞ্চকর গল্প নিয়ে নতুন সিনেমা হোম। ঈদের পঞ্চম দিন বেলা ৩টায় প্রচারিত হবে বন্ধুত্ব রোমাঞ্চে ভরপুর এক গল্প নিয়ে নতুন সিনেমা কুং-ফু মাগু।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন