ঈদের ১৮ নাটকে অভিনেতা আজম খান

বণিক বার্তা অনলাইন

এবারের ঈদের ১৮টি নাটকে অভিনয় করেছেন অভিনেতা আজম খান। বিভিন্ন পরিচালকের এসব নাটক প্রচারিত হবে দেশের চ্যানেলগুলোতে।

আজম খান জানান, রোজার ঈদের পরপরই গত মে মাস থেকে ঈদুল আজহার কাজ শুরু করেছিলেন তিনি। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধের আগেই কিছু নাটকের কাজ শেষ হয়েছিল। বাকি কাজগুলো পরবর্তীতে সীমিত পরিসরের ও স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে।

ঈদে আজম খান যে নাটকগুলোতে অভিনয় করেছেন সেগুলো হলো, শিহাব শাহীনের বিয়ে বিড়ম্বনা, ওডিসি, মিজানুর রহমান আরিয়ানের হ্যালো শুনছেন, মাহমুদুর রহমান হিমির ২১ বছর পরে, সাজ্জাদ সুমনের মন বাড়িয়ে ছুঁই, মাহমুদ দিদারের প্রিয় ডাকবাক্স, সকাল আহমেদের বদলে যাওয়া মানুষ, সাখাওয়াত মানিকের নাটক কে আমি, রাইসুল তমালের ভাঙনের পর, হাসান রেজাউলের বিয়িং উইমেন, ঝগড়াটে, অভ্র মাহমুদের ভুল সময় কিংবা সময়ের ভুল, খায়রুল পাপনের কন্ট্রাক্ট ভাই, বি ইউ শুভর পান্তা ভাতে ঘি, মেহেদী হাসান জনির আদরে, শেখ নাজমুল হুদা ইমনের সোশ্যাল মিডিয়া সিনড্রোম, অলোক হাসানের ব্লেড লাইলী ঘুড়ি মাস্টার ও অদিত্য জনির সাত পর্বের ধারাবাহিক দিপুর সংসার।

ঈদের অনুষ্ঠানমালায় থাকা এসব নাটক দর্শকদের ভালো লাগবে বলেও প্রত্যাশা করেন আজম খান।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন