চীন খাদ্যশস্যের মজুদ সক্ষমতা বাড়াচ্ছে

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর ধাক্কা অনেকটাই সামলে উঠেছে চীন। দেশটির অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে। ফলে দেশটির স্থানীয় বাজারে খাদ্যশস্যের চাহিদা ক্রমে বাড়ছে। ঊর্ধ্বমুখী চাহিদা পূরণে প্রয়োজন সরবরাহ স্বাভাবিক রাখা। লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে খাদ্যশস্যের মজুদ ভারী করছে চীন। খবর রয়টার্স ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

চীনের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, চীনে সব মিলিয়ে ৬৫ কোটি টন খাদ্যশস্য মজুদ সক্ষমতা রয়েছে। দেশটি চলতি বছর আরো কোটি লাখ ৫০ হাজার টন মজুদ সক্ষমতা বাড়াবে। উদ্দেশ্য খাদ্যশস্যের মজুদ পরিপূর্ণ রাখা।

চীনের সরকারি খাদ্য মজুদ সংস্থা সিনোগ্রেইন দেশটির ১৮টি প্রাদেশিক প্রশাসনের অধীনে ১২০টি খাদ্য মজুদ কেন্দ্র তৈরি করবে বলে জানিয়েছে। বেইজিং নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিতেও মনোযোগ বাড়াচ্ছে। পাশাপাশি দেশটির সরকার খাদ্যশস্য সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বার জানিয়েছে।

চীন নিজেদের দেশীয় খাদ্যশস্যে নির্দিষ্ট মজুদ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে না। ফলে মজুদের সঠিক পরিমাণ জানা যায়নি। তবে চলতি বছর দেশটির খাদ্যশস্য উৎপাদন অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে চীনা ন্যাশনাল গ্রেইন অ্যান্ড অয়েল ইনফরমেশন সিস্টেম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন