১২ হাজারের বেশি শনাক্ত

টানা তিনদিন মৃত্যু দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রাণঘাতী করোনা সংক্রমণ মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২০৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নিয়ে টানা তিনদিন মৃত্যুর সংখ্যা দুইশর ওপরে রয়েছে। নতুন করে আরো ১২ হাজার ১৯৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

তথ্য অনুযায়ী, জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা প্রথমবারের মতো ২০০ ছাড়িয়ে যায়। এরপর দুদিন মৃত্যুর সংখ্যা দুইশর কাছাকাছি ছিল। তবে গত তিনদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা আবারো দুই শতাধিক রয়েছে। এর মধ্যে ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। একই সঙ্গে জুলাই প্রথমবারের মতো শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যায়। আর ১২ জুলাই সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরুর ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণের হার ওঠানামা করে। তবে দেড় মাসের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। এর মধ্যে গত মে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের (করোনার ভারতীয় ধরন) সংক্রমণ শনাক্ত হয়। শক্তিশালী করোনার ধরন গত মাসের শুরুতে কমিউনিটি ট্রান্সমিশন (গোষ্ঠীগত সংক্রমণ) ঘটায়। এর পর থেকে দৈনিক সংক্রমণ মৃত্যু বাড়তে থাকে। এখন পর্যন্ত যা কয়েক গুণ বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬২৭টি পরীক্ষাগারে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫। আর মারা গেছে ১৬ হাজার ৮৪২ জন। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ। আর মৃত্যুর হার দশমিক ৬১ শতাংশ। সর্বশেষ হাজার ৬৪৬ জন সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৮৯ হাজার ১৬৭।

সর্বশেষ ঢাকা বিভাগেই বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিভাগটিতে নতুন করে হাজার ৭২৯ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া যায়, যা মোট শনাক্তের ৩৯ শতাংশ। এছাড়া চট্টগ্রামে হাজার ৩৪৩ জন, ময়মনসিংহে ৫০৬, রাজশাহীতে হাজার , রংপুরে ৬০৫, খুলনায় হাজার ৫৮৮, বরিশালে ৮৭৯ সিলেট বিভাগে ৫৪০ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের। বিভাগটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। মৃত্যু হওয়া বাকিদের মধ্যে ৩০ জন চট্টগ্রামে, ২৭ জন রাজশাহীতে, ৫৩ জন খুলনায়, বরিশাল সিলেটে পাঁচজন করে ১০ জন, ১৫ জন রংপুরে এবং সাতজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩২ জন নারী ৭১ জন পুরুষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন