শুরুর উত্থান ধরে রাখতে পারেনি সূচক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক। প্রথম এক ঘণ্টায় ৪০ পয়েন্ট যোগ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে। শেয়ার বিক্রির চাপে এর পরই ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। দিনশেষে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। সূচকের পাশাপাশি গতকাল পুঁজিবাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে। এদিন আর্থিক প্রতিষ্ঠান, জীবন বীমা সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে সবচেয়ে বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক নিম্নমুখী ছিল। লেনদেনের কিছু সময় পরই সূচকের উত্থান ঘটে। পরে আবার নিম্নমুখী অবস্থায় ফেরে সূচক। সারা দিন উত্থান পতনের মাধ্যমে দিনশেষে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে হাজার ১৭৭ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ১৯৬ দশমিক ৫৭ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস ইউসিবির।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে হাজার ৩২৭ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৩২৪ দশমিক ৭২ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ২৩২ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ২২৯ দশমিক ০৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছে হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪২টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৫৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৯৫ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ১১ দশমিক ২০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ রসায়ন খাত। দশমিক ৭৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড খাতের। আর দশমিক ০৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৪৩ দশমিক ৩২ পয়েন্ট কমে ১০ হাজার ৭৩৯ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৭৮২ দশমিক ৪২ পয়েন্টে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন