ডব্লিউইউআরআই র‍্যাংকিং অর্জন নিয়ে ইউল্যাবের সপ্তাহব্যাপী আয়োজন

বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০ সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় সম্প্রতি স্থান করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআইর‍্যাংকিংয়ে জায়গা করে নেয় বিশ্ববিদ্যালয়টি। পাঁচটি ডব্লিউইউআরআই ক্যাটাগরির মধ্যে ইউল্যাব ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ২৭, অন্ট্রাপ্রেনিউরিয়াল স্পিরিট ক্যাটাগরিতে ২৮ এবং এথিক্যাল ভ্যালু ক্যাটাগরিতে ৩৯তম স্থান লাভ করে। অর্জন উপলক্ষে ইউল্যাব গত ২৬, ২৮ ৩০ জুন তিন পর্বের ধারাবাহিক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে। ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগে কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ইউল্যাব কেন্দ্রীয় বিভাগীয় -লার্নিং কমিটি, ছাত্রকল্যাণ ফান্ড গঠন, অনলাইন শিক্ষা পরিবেশ এবং অনলাইন শিক্ষার কার্যকারিতা নিয়ে কাজ করে। অনলাইন শিক্ষাকে উপজীব্য করে সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম পর্বটি অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। বিল্ডিং রেজিলিয়েন্ট ইউনিভার্সিটি প্রজেক্টের স্বীকৃতিস্বরূপ ইউল্যাব এথিক্যাল ভ্যালু ক্যাটাগরিতে স্থান লাভ করে, যেটি পরিচালনা করে ইউল্যাবের সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভালের (ডিআইএমএফ) জন্য অন্ট্রাপ্রেনিউরিয়াল স্পিরিট ক্যাটাগরিতে স্থান লাভ করে ইউল্যাব। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন